দোয়ারাবাজার প্রতিনিধি
এপ্রিল ০৫, ২০২০
০৪:১৬ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০৪:১৬ অপরাহ্ন
মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গৃহবন্দি সুনমাগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভাসমান ৩৩টি বেদে ও ৮৭টি গারো পরিবারের মধ্যে বিশেষ ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ রবিবার (৫ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. আবদুল আহাদ পরিবারপ্রতি জিআরের ১৫ কেজি চাল, ১টি করে সাবান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার ব্যক্তিগত পক্ষ থেকে ২ কেজি করে আলু প্রদান করা হয়।
বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর ছড়ারগাঁও গ্রামে সুরমা নদীর তীরে আটকা পড়া ৩৩টি বেদে পরিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, সদর ইউপি চেয়ারম্যান এম এ বারী, উপজেলা প্রকল্প কর্মকর্তা আম্বিয়া আহমদ, ইউপি সদস্য গেদু মিয়া প্রমুখ।
পরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও ও বোগলাবাজার ইউনিয়নের সীমান্ত এলাকার ৮৭টি গারো পরিবারের মধ্যে সমপরিমাণ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক মো. আবদুল আহাদ করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে সবসইকে সতর্ক ও সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, ইতোমধ্যে করোনার প্রাদুর্ভাবে গৃহবন্দি উপজেলার ১ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। আরও সাড়ে ৪ হাজার পরিবারকে যথাসময়ে ত্রাণ সহায়তা প্রদান করা হবে।