তাহিরপুর প্রতিনিধি
এপ্রিল ০৫, ২০২০
০৬:৩৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০৬:৩৮ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে আজ রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর দোকান খোলা রাখার দায়ে সাত দোকানীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জীর নেতৃত্বে এবং তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান, সিলেট সেনানিবাস ৪০ বীরের ক্যাপ্টেন শাহরিয়ার ও বাদাঘাট পুলিশ ক্যাম্পের এসআই মো. মাহমুদুল হাসানের সহযোগিতায় বাজারের পানের দোকান, সেলুন, কসমেটিক্সের দোকানসহ মোট ৭টি দোকানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়।