তাহিরপুর প্রতিনিধি
এপ্রিল ০৫, ২০২০
০৭:১৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০৭:১৪ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের নিয়ে দুইপক্ষের সংঘর্ষে এক নারীসহ অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রবিবার (৫ এপ্রিল) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে আহতরা হলেন- মোছা. সেলিফা বেগম (৩৫), সেলিম মিয়া, আলিফনূর, কবির মিয়া (২৬) ও হারিছ উদ্দিন (৫০)। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় সেলিফা বেগমকে তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের গোলকপুর গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে জলিল মিয়ার সঙ্গে একই ইউনিয়নের বালিয়াঘাট সড়কপাড়া গ্রামের সেলিম মিয়ার মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার সকালে সেলিম মিয়ার প্রতিপক্ষ জলিল মিয়া ও তার সহযোগীরা তুচ্ছ বিষয় নিয়ে সেলিম মিয়ার বাড়িতে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সেলিম মিয়ার স্ত্রীসহ অন্তত ৫ জন গুরুতর আহত হন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।