তাহিরপুর প্রতিনিধি
এপ্রিল ০৬, ২০২০
০৩:৩৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৬, ২০২০
০৩:৩৩ অপরাহ্ন
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংকটকালীন সময়ে সুনামগঞ্জের তাহিরপুরে অতিদরিদ্র, দিনমজুর, কর্মহীন ৫০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও সাবান বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে তাহিরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বাদাঘাট (উত্তর) ইউনিয়নের ৫০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি পরিবারকে ৪ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১টি সাবান ও আধা লিটার সয়াবিন তেল প্রদান করা হয়েছে।
বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ পরিচালনা করেন, সুনামগঞ্জ জেলা যুবদলের কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক এস এম মাহাবুব মল্লিক, তাহিরপুর উপজেলা ছাত্রদল নেতা ওবায়দুল রহমান শাওন, বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদল নেতা আবুল কাসেম ও রাসেল।
এ সময় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের এ সংকটকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল মানুষের সহায়তায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে সাধ্যানুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান সুনামগঞ্জ জেলা যুবদলের কোষাধ্যক্ষ এস এম মাহাবুব মল্লিক।