ছাতকে ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

ছাতক প্রতিনিধি


এপ্রিল ০৬, ২০২০
০৪:৩৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২০
০৪:৩৭ অপরাহ্ন



ছাতকে ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

সুনামগঞ্জের ছাতকের সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন মো. মোজাহিদ আলী। আজ সোমবার (৬ এপ্রিল) তাকে শপথ বাক্য পাঠ করান সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ।

এই ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দীন শাহেল দ্রুত বিচার আইনের মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তার চেয়ারম্যান পদ বাতিল করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর গতবছরের ৫ মে শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মো. মোজাহিদ আলী নির্বাচিত হোন। গত ২৪ মার্চ স্থানীয় সরকার প্রশাসন মোজাহিদ আলীকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জ জেলার উপ-পরিচালক এমরান হোসেন, ছাতক উপজেলা আওয়ামী লীগের নেতা মো. মুশাহিদ আলী ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ।