তাহিরপুর প্রতিনিধি
এপ্রিল ০৬, ২০২০
০৭:১৭ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৬, ২০২০
০৭:১৭ অপরাহ্ন
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংকটকালীন সময়ে অতিদরিদ্র, দিনমজুর, কর্মহীন ও অসচ্ছল দুই হাজার পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ।
আজ সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয় প্রাঙ্গণে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, তাহিরপুর থানার টেকেরঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মো. আবু মুসা, গ্রুপের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের, সচিব রাজেশ তালুকদার প্রমুখ।