জগন্নাথপুরে খাদ্যসামগ্রী পেল ৬ শতাধিক পরিবার

জগন্নাথপুর প্রতিনিধি


এপ্রিল ০৭, ২০২০
১১:৪৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২০
১১:৪৩ অপরাহ্ন



জগন্নাথপুরে খাদ্যসামগ্রী পেল ৬ শতাধিক পরিবার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘরবন্দি অসহায় খেটে খাওয়া কর্মহীন ও দরিদ্র ছয় শতাধিক পরিবারকে এক সপ্তাহের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে পৌর এলাকার মৃত মো. কনু মিয়া পারিবারিক ট্রাস্টের প্রতিষ্ঠাতা সমাজসেবক, শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মো. আলতাফ হোসেনের অর্থায়নে তাঁর ছোট ভাই সমাজসেবক মো. আলাল হোসেনের মাধ্যমে ৩ নম্বর ওয়ার্ডের কেশবপুর বড়খা এলাকার অসহায় ছয় শতাধিক পরিবারের লোকজনকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

এ সময় প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ ও ১ লিটার তেল দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রবাসীর বাড়িতে এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে বাড়ি বাড়ি গিয়ে গৃহবন্দি অসহায় পরিবারের লোকজনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, এলাকার প্রবীণ ব্যক্তি আলিফ উদ্দিন, কনু মিয়া পারিবারিক ট্রাস্টের আলাল হোসেন, কাউন্সিলর তাজিবুল ইসলাম, সমাজকর্মী আজাদ খান, আছকির মিয়া, শাফি মোহাম্মদ প্রমুখ।

বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম চলমান করোনা সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এলাকার প্রবাসী ও বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।