র‌্যাবের প্রধান হচ্ছেন সুনামগঞ্জের মামুন

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৭, ২০২০
০৬:০৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০৬:১৮ অপরাহ্ন



র‌্যাবের প্রধান হচ্ছেন সুনামগঞ্জের মামুন

আব্দুল্লাহ আল মামুন

র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) হচ্ছেন সুনামগঞ্জের সন্তান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্বরত আছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সারসংক্ষেপে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর পর প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ওই সূত্র জানিয়েছে, আজকালের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের সন্তান আবদুল্লাহ আল মামুন গতবছর অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

আরও জানা গেছে, ২০১৫ সাল থেকে র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করা বেনজীর আহমেদ হচ্ছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি)।