হোম কোয়ারেন্টিনে শাল্লার ৯ জন

শাল্লা প্রতিনিধি


এপ্রিল ০৯, ২০২০
০৩:৩৬ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২০
০৩:৩৬ পূর্বাহ্ন



হোম কোয়ারেন্টিনে শাল্লার ৯ জন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৯ জনকে করোনায় আক্রান্ত সন্দেহে হোম ৯ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হাসানের নেতৃত্বে ডা. নিরূপম রায় চৌধুরী, ডা. ইমরান হাসান চৈতন্য এবং এমপিপিআই মৃনাল কান্তি তালুকদারের সমন্বয়ে ৪ সদস্যের একটি টিম আজ বুধবার (৮ এপ্রিল) উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে করোনায় আক্রান্ত সন্দেহে শতাধিক মানুষকে পরীক্ষা করে তাদের মধ্যে সন্দেহজনক ৯ জনের সোয়াব (কফ) সংগ্রহ করে সিভিল সার্জনের কার্যালয়ে পাঠান এবং এই ৯ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।

ফলে গতকাল মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুর ব্যাপারে গুঞ্জন ওঠায় ওই বাড়ির ২ জন, ঢাকাফেরত ২ জন, নারায়ণগঞ্জফেরত ১ জন এবং স্থানীয় ৫ জনকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

এ ব্যাপারে শাল্লা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হাসানের সঙ্গে কথা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি এত জটিল না। তার পরও এই ৯ জনকে আমরা হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছি এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।