দেয়ারাবাজার প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২০
০৫:২৬ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১০, ২০২০
০৫:২৬ অপরাহ্ন
সুনামগঞ্জের দেয়ারাবাজারে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি ও ইউপি সদস্য তাজির উদ্দিন।
আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রায়নগর গ্রামের ২২০ জন নিম্ন আয়ের পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে চাল, ডাল, সয়াবিন তেল ও আলুসহ খাদ্য সহায়তা বিতরণ করেন তাজির উদ্দিন।
এ সময় ব্যবসায়ী জহিরুল ইসলাম, কামরুজ্জামান, যুবলীগ নেতা জমশিদ মিয়া, ফারুক মিয়া, শ্রমিকলীগ নেতা আনোয়ার মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
তাজির উদ্দিন জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে নিম্ন আয়ের মানুষজন কর্মহীন হয়ে পড়ায় তাদের মধ্যে কিছু পরিবারকে সাধ্যানুযায়ী সহায়তা করেছি। সমাজের বিত্তবানদের এভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।