দোয়ারাবাজারে দুইপক্ষের সংঘর্ষে আহত ১২

দোয়ারাবাজার প্রতিনিধি


এপ্রিল ১০, ২০২০
০৬:২৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২০
০৬:২৪ অপরাহ্ন



দোয়ারাবাজারে দুইপক্ষের সংঘর্ষে আহত ১২

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তি ভোগদখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাঁনপুর গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান মোশারফ হোসেন ও তার চাচাতো ভাইদের মধ্যে পারিবারিক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার গ্রামে সালিশ আয়োজন করা হলেও বিরোধের কোনো সুরাহা হয়নি। বাড়ির পানি নিষ্কাসনের ড্রেন নিয়ে বৃহস্পতিবার দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের আফজল হোসেন, তার স্ত্রী আজমিলা বেগম, মোশারফ হোসেন, কুলসুম বেগম, মোফাজ্জল হোসেন, আবদুল কাদির, কামাল হোসেন, শফিকুল ইসলাম, সাকিল আহমদ, শুক্কুর আলী, আকলিমা বেগম ও মোসলেমা বেগম আহত হন।

আহতদের দোয়ারাবাজার উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।