দোয়ারাবাজার প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২০
০২:১৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২০
০২:১৫ অপরাহ্ন
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।
আজ শনিবার (১১ এপ্রিল) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের বিভিন্ন গ্রামে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিজান চোধুরীর উদ্যোগে ছাতক-দোয়ারার ১০ হাজার অসহায় মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে দুই উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এগুলো বিতরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।