দিরাই প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২০
০৩:৫৭ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৩, ২০২০
০৩:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নে করোনায় অসহায় হয়ে পড়া ৩ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় স্থানীয় শাসকাই বাজারে ও বেলা ৩টায় দারাইন বাজারে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে আওয়ামী লীগ নেতা সৌমেন সেন পরিচালিত গ্রো ফাউন্ডেশনের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ভোজ্য তেল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ১ কেজি পেঁয়াজ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হক, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ তালুকদার বকুল, সাবেক চেয়ারম্যান সুবল দাস, গ্রো ফাাউন্ডেশনের পক্ষে সুজিত দাস, দিলীপ দাস ও আনাছ।