জগন্নাথপুরে ঢাকাফেরত যুবকের শ্বশুরবাড়ি লকডাউন

জগন্নাথপুর প্রতিনিধি


এপ্রিল ১৪, ২০২০
০৬:২৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২০
০৬:২৫ অপরাহ্ন



জগন্নাথপুরে ঢাকাফেরত যুবকের শ্বশুরবাড়ি লকডাউন

ঢাকা থেকে এসে শশুরবাড়ির এলাকায় অবাধে ঘোরাঘুরি করছিলেন এক যুবক। এ খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই এলাকায় গিয়ে তার শ্বশুরবাড়ি লকডাউন করে দিয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মামনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জগলার খাড়া গ্রামের আজর আলীর ছেলে নুর মিয়া গত দুইদিন পূর্বে ঢাকা থেকে জগন্নাথপুরের মামনপুর গ্রামে তার শ্বশুর আব্দুল ওয়াহিলের বাড়িতে বেড়াতে আসেন। শ্বশুরবাড়িতে এসে স্থানীয়দের নিষেধ অমান্য করে অবাধে বাইরে ঘোরাঘুরি করছিলেন তিনি। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ৭টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই বাড়িতে গিয়ে বাড়িটি লকডাউন করে দেন। এ সময় বাড়িটি লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনির্দিষ্টকালের জন্য বাড়িটি লকডাউন করা হয়েছে। বাড়িতে ৭ থেকে ৮ জন সদস্য রয়েছেন।

 

 এএ/আরআর