সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৫, ২০২০
০৩:১৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৫, ২০২০
০৫:২৩ অপরাহ্ন
সিলেটে প্রথম করোনা আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক- দোয়ারাবাজার সুনামগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান চৌধুরী।
বুধবার (১৫মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় তিনি বলেন, ডা. মঈন ছিলেন ছাতকের কৃতি সন্তান ও এলাকার মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। অসহায় মানুষদের বিনামূল্যে সেবা দিতেন। জাতির শ্রেষ্ট সন্তান এ বীরের মৃত্যুতে একজন মেধাবী ডাক্তারকে হারালো ছাতকসহ সারা বাংলাদেশ।
মিজান চৌধুরী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএ-০৬