ডা. মঈন উদ্দিনের ত্যাগ দেশ ও জাতি মনে রাখবে : প্রধানমন্ত্রী

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৫, ২০২০
১১:৩১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৫, ২০২০
১১:৩১ অপরাহ্ন



ডা. মঈন উদ্দিনের ত্যাগ দেশ ও জাতি মনে রাখবে : প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই মহৎপ্রাণ চিকিৎসক নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে চিকিৎসাসেবা দিয়ে গেছেন। দেশ ও জাতি তার এই ত্যাগ মনে রাখবে। এসময় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে আজ বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যানসিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। গত ৫ এপ্রিল তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। প্রথমে বাসায় রেখেই তার চিকিৎসা শুরু হয়। ৭ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরদিন ৮ এপ্রিল পারিবারিক সিদ্ধান্তে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এনএইচ-০১/বিএ-০৯