নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৫, ২০২০
০৯:১৬ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৫, ২০২০
০৯:১৬ অপরাহ্ন
বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও গত নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, করোনার বিস্তার রোধে লকডাউনে থাকা অসহায় মানুষ পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে, সাহায্যের আশায় রাস্তায় নেমেছেন। এ অবস্থায় আমি ঘরে বসে থাকি কি করে। যার ফলে আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য নিয়ে আমিও পথে পথে ঘুরছি। এই দুর্যোগে সম্মিলিত প্রচেষ্টাই পারে এইসব অনাহারে থাকা মানুষের খাদ্যের অভাব দূর করতে।
বুধবার (১৫ এপ্রিল) কর্মহীন, দরিদ্র ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অষ্টম দিনে ছাতকে বিভিন্ন এলাকায় রিক্সাচালক, ভিক্ষুক ভ্যান চালকসহ অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ ও আর্থিক সাহায্য বিতরণ করেন তিনি।
মিজান চৌধুরী বলেন, করোনা ভয়ানক রূপ নিচ্ছে, কে কখন কার মধ্যে আক্রান্ত তার কোন ধারণা মিলছে না। এসব কিছু উপেক্ষা করে আমার প্রাণের মায়া ত্যাগ করে ছুটে চলেছি মানুষের দুয়ারে দুয়ারে। এই দুর্যোগ সবাইকে ঐক্যবধ্য হয়ে মোকাবেলা করতে হবে, আর সেটি হলো সবাইকে সচেতন হয়ে ঘরে থাকতে হবে এবং বেশী বেশী সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। সবাইকে মনে রাখতে হবে একাত্তরে যুদ্ধ করে দেশকে পাক-হানাদার বাহিনী থেকে মুক্ত করা হয়েছিল আর এখন ঘরে থেকে দেশকে করোনা মুক্ত করতে হবে।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের অষ্টম দিনে ছাতক উপজেলার বিভিন্ন জায়গাতে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
উল্লেখ্য, করোনা মহামারিতে গত ৭ এপ্রিল থেকে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার উপজেলার ২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেন মিজানুর রহমান চৌধুরী। পর্যায়ক্রমে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিএ-২৪