ছাতক প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২০
০৯:২৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৫, ২০২০
০৯:২৬ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতকে সড়ক দূর্ঘটনায় বদরুল আলম (২৮) ও আলাল মিয়া (২৫) নামের দুই যুবকের মৃত্যু ঘটেছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মিত্রগাওঁ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তাফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে ছাতক বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্য বদরুল আলম উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের ও আলাল মিয়া একই ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
বিএ-২৫