দোয়ারাবাজারে ছুরিকাঘাতে প্রবাসীকে হত্যা, ঘাতক আটক

দোয়ারাবাজার প্রতিনিধি


এপ্রিল ১৬, ২০২০
০৪:২০ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৬, ২০২০
০৪:৩৫ অপরাহ্ন



দোয়ারাবাজারে ছুরিকাঘাতে প্রবাসীকে হত্যা, ঘাতক আটক

নিহত জাকির হোসেন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামে ছুরিকাঘাতে জাকির হোসেন (২৭) নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নে বাজিতপুর গ্রামের রুপাই মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক গয়েস মিয়াকে (২৮) আটক করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বাজিতপুর পশ্চিমপাড়া গ্রামের একটি মুদি দোকানের সামনে কথা কাটাকাটি নিয়ে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জাকির ওই মুদি দোকানের সামনে এসে দাঁড়ালে তাকে সেখান থেকে চলে যেতে বলেন একই গ্রামের আব্দুর রহিমের পুত্র গয়াস মিয়া। এ নিয়ে কথা কাটাকাটির জেরে গয়াস মিয়া তার সঙ্গে থাকা ছুরি দিয়ে জাকিরের পেটে আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। 

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘাতক গয়াস মিয়াকে আটক করে এবং জাকিরের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘাতক গয়াস মিয়াকে আটক করা হয়েছে।

 

এইচএইচ/আরআর