জগন্নাথপুর প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২০
০৫:৩২ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৬, ২০২০
০৫:৩২ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে সরকারি নির্দেশনা অমান্য করে জনসমাগম সৃষ্টি করায় একটি ফাস্টফুডের দোকানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত এ দণ্ড প্রদান করেন।
জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে জগন্নাথপুর পৌরশহর ও কলকলিয়া বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে পৌর শহরের মিষ্টিমুখ কনফেকশনারি এন্ড ফাস্টফুড নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান সরকারি নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রেখে জনসমাগম সৃষ্টি করায় দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া করোনার সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে মাইকে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয় এবং প্রয়োজনে বাইরে থাকা মাস্কহীন লোকজনের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।
এএ/আরআর