সুনামগঞ্জে বজ্রপাতে চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৮, ২০২০
০৭:৩৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৮, ২০২০
০৭:৫৬ অপরাহ্ন



সুনামগঞ্জে বজ্রপাতে চারজনের মৃত্যু

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, শাল্লা ও জগন্নাথপুর উপজেলায় বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে একই সময়ে এ চারজনের মৃত্যু হয়।

আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বজ্রপাতে হাওরে কাজ করার সময় দুই কৃষক মারা গেছেন। আজ সকাল সাড়ে ১০টায় শাল্লা উপজেলায় একজন এবং জগন্নাথপুর উপজেলায় আরেকজন একই সময়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ঝড় শুরু হয়। এসময় বজ্রপাতের ঘটনাও ঘটে। বজ্রপাতে শাল্লা উপজেলার নারায়ণপুর গ্রাম থেকে শাষখাই যাওয়ার পথে কৃষক শঙ্কর সরকার (২২) ঘটনাস্থলেই বজ্রাঘাতে মারা যান। এদিকে জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে কাজ করার সময় মারা যান উপজেলার বাউধরন গ্রামের কৃষক শিপন মিয়া (২৪)। এসময় তার গরুও মারা যায় বজ্রপাতে।

শাল্লা উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরী ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি জনান, দক্ষিণ সুনামগঞ্জে হাওরে গরু নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে ফরিদ মিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়।

নিহত ফরিদ মিয়া  উপজেলার পাথারিয়া ইউপির উত্তর গাজীনগর (পশ্চিমপাড়া) গ্রামের আমিরুল ইসলামের ছেলে।    

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (১৮ মার্চ) সকালে গাজীর খাল নামক হাওরে ২ টি গরু নিয়ে যান ফরিদ মিয়া। এসময় ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ২ টি গরুসহ ফরিদ উদ্দিনের মৃত্যু হয়। পরবর্তীতে খবর পেয়ে তার লাশ বাড়িতে নিয়ে আসা হয়। 

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে আমাদের দিরাই প্রতিনিধি জানান, সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে একজন নিহত হয়েছেন। আজ সকাল ১০ টার দিকে দিরাই উপজেলার উদগল হাওরের চিনাউড়া নামক স্থানে তাপস মিয়া (৩৫) নামে ধানকাটার এক শ্রমিকের বজ্রপাতে মৃত্যু হয়। নিহত তাপস হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের মফিজ উল্লার ছেলে।

সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান চৌধুরী জানান, আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা গ্রামের নিহত তাপসসহ কয়েকজন শ্রমিক সরমঙ্গল গ্রামের ইউপি সদস্য সাহাব উদ্দিন ও কতুব উদ্দিনের বোরো ধান কাটার জন্য এসেছেন। আজ সকালে তারা ধান কাটার জন্য হাওরে যায়, ১০টার দিকে বৃষ্টি নামলে দৌড়ে সরমঙ্গল গ্রামে ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সফি উল্লা।

বিএ-০২