তাহিরপুরে খাদ্য সহায়তা দিলো ভ্রাতৃত্ব ফাউন্ডেশন

তাহিরপুর প্রতিনিধি


এপ্রিল ১৮, ২০২০
১০:৩২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৮, ২০২০
১০:৪০ অপরাহ্ন



তাহিরপুরে খাদ্য সহায়তা দিলো ভ্রাতৃত্ব ফাউন্ডেশন

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে কর্মহীন, হতদরিদ্র ও অসহায় দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের ভ্রাতৃত্ব ফাউন্ডেশন। 

আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে প্রতিটি পরিবারের মধ্যে ৪ কেজি চাল, আধা কেজি মসুর ডাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি লবণ, ১ কেজি টমেটো, ১ কেজি বেগুন, ১ কেজি আলু ও ১টি করে সাবান বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ভ্রাতৃত্ব ফাউন্ডেশনের সভাপতি আজিজুর রহমান আজিজ, সিনিয়র সহ-সভাপতি দলিল লেখক আলা উদ্দিন সরকার, সহ-সভাপতি আশোক মিয়া, তোফায়েল আহমদ রয়েল, আক্তার হোসেন, রয়েল আহমদ, নুর আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার, ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক হারুন তালুকদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুমন আহমেদ, কোষাধ্যক্ষ জামাল হোসেন, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান পরশ, দপ্তর সম্পাদক শেখ আলম, সদস্য মোজাম্মিল হক প্রমুখ।

 

এএইচ/আরআর