তাহিরপুর প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২০
০২:৩৯ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৮, ২০২০
০২:৩৯ অপরাহ্ন
সারাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও সংকট কালীন সময়ে কর্মহীন, হতদরিদ্র পরিবারের মধ্যে সরকারের পাশাপাশি খাদ্য সহায়তা প্রদানে এগিয়ে এসেছেন অনেক বিত্তবান ব্যক্তিও। সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, আটা, ময়দা, পেঁয়াজ, সাবান ও মাস্ক বিতরণ করেছেন অসহায় লোকজনের মধ্যে।
এর মধ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কামড়াবন্দ গ্রামের ব্যবসায়ী আবুল বাশার। তিনি আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের বাদামপট্রি রোডে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ইমন বেকারির সামনে বাদাঘাট ও পার্শ্ববর্তী বড়দল উত্তর ইউনিয়নের ২০০ কর্মহীন হতদরিদ্র পরিবারের মধ্যে ১ টাকা কেজি দামে ৫০০ কেজি বিভিন্ন জাতের সবজি বিক্রি করেছেন।
এসব সবজির মধ্যে ছিল এর পুইশাঁক, করলা, কাঁচা মরিচ, টমেটো, চিচিঙা, বেগুন ও মিষ্টি কুমড়া।
আবুল বাশার জানান, দূর্যোগকালীন সময়ে খাদ্য সহায়তা হিসেবে তিনি ৪ হাজার ৫শ টাকার সবজি কিনে হতদরিদ্রদের মধ্যে তা ৪শ ৯০ টাকায় বিক্রি করেছেন। এর আগেও তিনি তার নিজ গ্রাম তাহিরপুর উপজেলার কামড়াবন্দের অর্ধশত পরিবারের মধ্যে ২১ হাজার টাকার খাদ্য সহয়তা প্রদান করেছেন।
এএইচ/আরআর