নাসিমকে শেষ শ্রদ্ধা জানাতে স্বশরীরে হাজির হলেন ডা. জাফরুল্লাহ

সিলেট মিরর ডেস্ক


জুন ১৪, ২০২০
০৭:০৫ অপরাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২০
০৭:০৯ অপরাহ্ন



নাসিমকে শেষ শ্রদ্ধা জানাতে স্বশরীরে হাজির হলেন ডা. জাফরুল্লাহ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমকে স্বশরীরে উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানালেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।  

আজ রবিবার (১৪ জুন) সীমিত পরিসরে দু দফা নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে।

শ্রদ্ধা নিবেদন পর্বে নাসিমের প্রতি শ্রদ্ধা জানাতে অ্যাম্বুলেন্স থেকে নেমে আসতে দেখা যায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে। হাতে স্যালাইন সংযোগ দেওয়া সুইয়ের ব্যান্ডেজ নিয়ে দু’জন মানুষের কাঁধে ভর করে হেঁটে মরহুমের মরদেহের কাছে যান ডা. জাফরুল্লাহ। 

জানা গেছে, ডা. জাফরুল্লাহর ও মোহাম্মদ নাসিম একসময় দেশের স্বাস্থ্যখাত নিয়ে একসঙ্গে কাজ করেছেন। তাদের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল। সেই সম্পর্কের তাগিদেই অসুস্থতা সত্ত্বেও তিনি মোহাম্মদ নাসিমের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন। তবে এ সময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি ডা. জাফরুল্লাহ।

 

এএফ/০৪