নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৫
১১:৫৬ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৬, ২০২৫
০১:০৪ পূর্বাহ্ন
জমকালো আয়োজনে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইইউবি) বিজনেস ক্লাবের উদ্যোগে পুরস্কার বিতরণ, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায় জানানো হয় এমবিএ এবং বিবিএ (সামার-২১ ও ফল ২০২১) ব্যাচের শিক্ষার্থী এবং এনইইউবি বিজনেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটি (২০২৪-২০২৫)-এর সদস্যদের।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। |
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অংশে বিজয়ী ঘোষণা করা হয় বিজনেস কুইজ, বিজনেস কেস ও বিজনেস আইডিয়া প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন ইনডোর ও আউটডোর ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দের মধ্যে চ্যাম্পিয়নদের নাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। |
প্রধান অতিথির বক্তব্যে তিনি অনুষ্ঠানে অংশ নিতে পেরে গভীর সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি একাডেমিক শিক্ষার সঙ্গে সহ-শিক্ষাক্রমিক কার্যক্রমের সমন্বয়ের প্রয়োজনীয়তা এবং সুষম পেশাজীবী গঠনে এর ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
বিভাগের প্রধান ও স্কুল অফ বিজনেসের ডীন রেবেকা সুলতানা চৌধুরী সকল বিজয়ীকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানান বিভাগের প্রধান ও স্কুল অফ বিজনেসের ডীন রেবেকা সুলতানা চৌধুরী। |
স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি তার বক্তব্যে বলেন, ‘সক্রিয় অ্যালামনাই হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের এই সম্পর্ক আজীবন মূল্যবান হয়ে থাকবে। এছাড়াও, তিনি আয়োজক দল এবং সকল সদস্যকে তাদের অক্লান্ত পরিশ্রম ও অটুট প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানান, যা এই অনুষ্ঠানকে সফল করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
ক্লাবের কোষাধ্যক্ষ মো. আমির হুসেন আয়োজক দলের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়ে শিক্ষার্থীদের উন্নয়নে ক্লাবের কার্যক্রমের অপরিহার্য ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শক-শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে। এতে কবিতা আবৃত্তি, গান, নাচ, মাইম, রেম্প ওয়াক এবং "কসমিক রে" বিশেষ সঙ্গীত পরিবেশনা অন্তর্ভুক্ত ছিল।
বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টা একটি সত্যিকারের স্মরণীয় ও সফল উদ্যাপনের রূপ দেয়, যা বিভাগের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে রইল।
এএফ/০২