সিলেটে গ্রেপ্তার করা সব নেতাকর্মীর অবিলম্বে মুক্তি দাবি বাসদের

ক্রীড়া প্রতিবেদক


নভেম্বর ১৫, ২০২৫
১১:২৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৫, ২০২৫
১১:২৬ অপরাহ্ন



সিলেটে গ্রেপ্তার করা সব নেতাকর্মীর অবিলম্বে মুক্তি দাবি বাসদের

সিলেট জেলা বাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া নেতৃবৃন্দদের নিঃশর্ত মুক্তি এবং নেতৃবৃন্দের উপর হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বাসদের মানববন্ধনে বক্তব্য দেন দলের জেলা আহ্বায়ক আবু জাফর।


বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কার্যালয়ে গত ১ নভেম্বর ‘ব্লক রেইড’ দিয়ে গ্রেপ্তারকৃত সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সহ-সভাপতি বেলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মনজুর আহমদসহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি এবং বাসদ সিলেট আহ্বায়ক আবু জাফর ,সদস্যসচিব প্রণব জ্যোতি পাল, সিপিবি জেলা সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনসহ সকল শ্রমিক নেতৃবৃন্দের উপর থেকে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ সিলেট জেলা শাখা।

আজ শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় নগরের আম্বরখানায় দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। 

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্যসচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- বাসদ সিলেট জেলার সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহসভাপতি শহীদ আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক মামুন বেপারি, সংগ্রাম পরিষদের সহ সম্পাদক মাহফুজ আহমদ, প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,  ‘দীর্ঘ প্রায় ১৬ বছর ফ্যাসিবাদী দুঃশাসনে সারা দেশে মানুষ বিপর্যস্ত ছিল। তৎকালীন ফ্যাসিবাদী সরকার নানা অজুহাতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে যখন-তখন পুলিশী অভিযান পরিচালনা করে নেতাকর্মীদের গ্রেপ্তার করতেন। গত ’২৪-এর ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসনের পতন হলেও সেই ফ্যাসিবাদী সরকারের মতোই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ বাহিনী সিলেট বাসদ  জেলা কার্যালয়ে গত ১ নভেম্বর  ব্লক রেইড দিয়ে পাঠচক্র চলাকালীন ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে।এর আগের দিন সিপিবি নেতা এডভোকেট আনোয়ার হোসেন সুমনকে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে। এটি কোনভাবেই প্রত্যাশিত নয়।’

বক্তারা বলেন, ‘ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকসহ বিভিন্ন সেক্টরের শ্রমজীবী মানুষ ফ্যাসিবাদী হাসিনা উচ্ছেদের গণ-আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে এবং সর্বোচ্চ সংখ্যায় জীবন দিয়েছে। তারা অভ্যুত্থানের সময় আহতদের জীবন বাঁচাতে রিকশা ও ব্যাটারিচালিত রিকশাকে অ্যাম্বুলেন্স বানিয়েছিল। অত্যন্ত দুঃখজনক ব্যাপার অভ্যুত্থান পরবর্তীসময়ে সরকার আজ এই গরীব শ্রমজীবী মানুষের রুটিরুজির পথ বন্ধ করে দিয়েছে।’

সিলেটের পুলিশ প্রশাসন রিকশা চালকদের রাস্তায় নামতে দিচ্ছে না দাবি করে তারা বলেন, ‘পেশা হারিয়ে তারা এখন অর্ধাহারে-অনাহারে পরিবার পরিজন নিয়ে অত্যন্ত দুর্বিসহ জীবন যাপন করছে। এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের জীবন বিপন্ন, কৃষি অর্থনীতি ধ্বংস প্রায়, শত শত কারখানা বন্ধ, ফলে জীবিকার একমাত্র পথ রিকশা চালানো ছাড়া আর কোন পথ তাদের সামনে খোলা নেই।’

নেতৃবৃন্দ অবিলম্বে, সিলেটে ব্লক রেইড দিয়ে বাসদ  কার্যালয় থেকে গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন সহ সকল শ্রমিক নেতৃবৃন্দের উপর থেকে হয়রানি মূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানান ।


এএফ/০১