করোনায় আজ মৃত্যু ৩২, শনাক্ত আরও ৩১৪১

নিজস্ব প্রতিবেদক


জুন ১৪, ২০২০
০৮:৪০ অপরাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২০
০৯:৩৪ অপরাহ্ন



করোনায় আজ মৃত্যু ৩২, শনাক্ত আরও ৩১৪১

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩২ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৭১ জন। একদিনে নতুন করে আরও ৩ হাজার ১৪১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৮৭ হাজার ৫২০ জন।

আজ রবিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এসব তথ্য তুলে ধরেন। 

তিনি জানান, একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯০৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ হাজার ৭৩০ জন।

নাসিমা সুলতানা  বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৭ জন পুরুষ, ৫ জন নারী। তাদের ২০ জন হাসপাতালে, ১১ জন বাড়িতে মারা গেছেন এবং ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল।

বুলেটিনে জানানো হয়, সারা দেশে ৬০ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৬৫ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩৪ শতাংশ।

বিএ-১১