সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিতে রিটের আদেশ সোমবার

সিলেট মিরর ডেস্ক


জুন ১৪, ২০২০
১১:০৪ অপরাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২০
১১:০৪ অপরাহ্ন



সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিতে রিটের আদেশ সোমবার

সংগৃহীত

করোনা পরিস্থিতির মধ্যেও সব হাসপাতাল ও ক্লিনিকে আগত সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিতে সরকারি নির্দেশনার বাস্তবায়ন চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এই রিটের আদেশ আগামীকাল সোমবার (১৫ জুন) আদেশের জন্য দিন ঠিক করে দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (১৪ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করে দেন।

এদিন রিটের পক্ষে শুনানি করেছে রিটকারি আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে শনিবার (১৩ জুন) ই-মেইলের মাধ্যমে সুপ্রিম কোর্টের চার আইনজীবী অ্যাডভোকেট এএম জামিউল হক, মো. নাজমুল হুদা, মোহাম্মাদ মেহেদী হাসান এবং ব্যারিস্টার একেএম এহসানুর রহমান জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে সরকারি নির্দেশনা না মেনে করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কি ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে নির্দেশনা চাওয়া হয়েছে।

আরসি-০৫