এখনই কল চার্জ বৃদ্ধি করায় বিটিআরসির চিঠি

সিলেট মিরর ডেস্ক


জুন ১৪, ২০২০
১১:৪৪ অপরাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২০
১১:৪৭ অপরাহ্ন



এখনই কল চার্জ বৃদ্ধি করায় বিটিআরসির চিঠি

সংগৃহীত

জাতীয় সংসদের বাজেট পাশ হওয়ার আগেই মোবাইলে কলচার্জ ও ইন্টারনেট ব্যবহারে কেন নতুন শুল্ক কার্যকর হয়েছে; এ বিষয়ে দেশের মোবাইল অপারেটরগুলোকে হুঁশিয়ারি দিয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

চার অপারেটরকে ই-মেইলে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, বাজেটে যে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, তা ইতিমধ্যেই আরোপ করা শুরু করেছে অপারেটরেরা। বিষয়টি বিটিআরসির নজরে এসেছে। এটা প্রমাণিত হলে নজিরবিহীন কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কঠোর ব্যবস্থা হিসেবে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া বন্ধ করে দেওয়া এবং সব সেবা ও ট্যারিফ অনুমোদন বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে।

এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক রোববার বলেন, এ বিষয়ে জানতে চেয়ে আমরা চিঠি পাঠিয়েছি এবং এ চিঠি দিতেই পারি। নিয়ম অনুযায়ী তারা এর উত্তর দেবে।

বাজেটে মোবাইল সেবায় যে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, তা ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে একটি মোবাইল ফোন অপারেটরের একজন ঊর্ধবতন কর্মকর্তা বলেন, আইন অনুযায়ী সম্পূরক শুল্ক আরোপ করা হলে সেটা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। এর আগেও বাজেটে এ ধরনের সিদ্ধান্তে তা একইভাবে কার্যকর করা হয়েছে।

খুব শিগগিরই বিটিআরসিকে চিঠি দিয়ে এ বিষয়ে অবহিত করা হবে বলে জানান তিনি।

আরসি-০৭