শনাক্ত ছাড়ালো ৯০ হাজার, মৃত্যু ১২০৯

সিলেট মিরর ডেস্ক


জুন ১৫, ২০২০
০৯:০৩ অপরাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২০
০৯:০৪ অপরাহ্ন



শনাক্ত ছাড়ালো ৯০ হাজার, মৃত্যু ১২০৯

বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১২শ ছাড়িয়ে গেছে, শনাক্ত রোগীর সংখ্যা পেরিয়ে গেছে ৯০ হাজার।

একদিনে আরও ৩৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২০৯ জন।

আজ সোমবার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৯৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৬১৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা আজ দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন। 

তিনি বলেন, সারা দেশে শনাক্ত রোগীদের মধ্যে এ পর্যন্ত ৩৪ হাজার ২৭ সুস্থ হয়ে উঠেছেন। হাসাপাতালের পাশাপাশি যারা বাসায় থেকে সুস্থ হয়ে উঠেছেন, তাদের সংখ্যা হিসাব করে আইইডিসিআর সুস্থ হয়ে ওঠা রোগীদের এই পরিসংখ্যান দিয়েছে বলে জানান অধ্যাপক নাসিমা।

এনপি-১৬