গণস্বাস্থ্যের কিট কার্যকর নয় : বিএসএমএমইউ

সিলেট মিরর ডেস্ক


জুন ১৭, ২০২০
১১:৩১ অপরাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২০
১১:৫৮ অপরাহ্ন



গণস্বাস্থ্যের কিট কার্যকর নয় : বিএসএমএমইউ

মহামারি করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত এন্টিবডি কিট কার্যকর নয় বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)।

আজ বুধবার (১৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, গণস্বাস্থ্যের কিট করোনা উপসর্গ নিয়ে আসা রোগীদের রোগ শনাক্তে কার্যকর নয়।

তিনি আরো বলেন, এটি রোগ শনাক্তে কার্যকর নয়, তবে পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নিতে সহায়ক হবে।

এর আগে বুধবার (১৭ জুন) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার কাছে গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষায় গঠিত পারফরম্যান্স কমিটি প্রতিবেদন জমা দেয়। কমিটিতে নেতৃত্ব দেন অধ্যাপক শাহিনা তাবাসসুম।

এএফ-