সিলেট মিরর ডেস্ক
জুন ১৮, ২০২০
০৪:২০ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৮, ২০২০
০৪:২০ পূর্বাহ্ন
নির্দিষ্ট খাতের পণ্য রপ্তানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা পেয়ে থাকেন ব্যবসায়ীরা। সিলেটের চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক, পাদুকা, ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য ব্যবসায়ীদেরও সেই সুযোগ রয়েছে। এ সুযোগ গ্রহণে ইচ্ছুকদের আমন্ত্রণ জানিয়েছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের।
আজ বুধবার (১৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে সিলেট চেম্বার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংকের সহযোগিতায় বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট রেডিনেস ফান্ড (ইআরএফ) বা রপ্তানি প্রস্ততি তহবিল দেশের চারটি সম্ভাবনাময় খাতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে থাকে। খাতগুলো হলো চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্য। এগুলো রপ্তানী বৃদ্ধিতে আর্থিক ও কারিগরী সহায়তা প্রদান করে থাকে রপ্তানি প্রস্তুতি তহবিল।
এই চারটি খাতে বিদেশী ক্রেতাদের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় পরিবেশগত, সামাজিক এবং গুণগত মান পূরণের জন্য যোগ্য ও আগ্রহী
উদ্যোক্তাদের ম্যাচিং গ্রান্ট প্রদান করে রপ্তানী সম্প্রসারণে কাজ করে থাকে। উক্ত প্রতিষ্ঠান থেকে সিলেট চেম্বারের সদস্যগণ এবং চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং ইলেকট্রিক ও ইলেকট্রনিক শিল্প উদ্যোক্তারা এই সব পণ্য রপ্তানীতে ইআরএফ কর্তৃক আর্থিক ও কারিগরী সহযোগীতা নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, ৩১-৩০০ কর্মকর্তা- কর্মচারী নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, আয়কর সনদপত্র, মূসক সনদপত্র, লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে নিবন্ধন পত্র, অডিট রিপোর্ট ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্রাদি থাকতে হবে। এই সেবা গ্রহণের জন্য সিলেট চেম্বারের সদস্য ও সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তাদের আমন্ত্রণ জানিয়েছে সিলেট চেম্বার।
আরসি-১০