সিলেট মিরর ডেস্ক
জুন ১৮, ২০২০
০৪:৫৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৮, ২০২০
০৪:৫৩ পূর্বাহ্ন
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তের কিট কার্যকর নয় বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) জানিয়ে দিলেও র্যাপিড ডট ব্লট কিটের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলছেন কিটে তাদের পূর্ণ আস্থা আছে।
আজ বুধবার (১৭ জুন) দুপুরে বিএসএমএমইউর প্রতিবেদন পাওয়ার পরও নিজেদের কিটের প্রতি আস্থা থাকার বিষয়টি জানিয়ে র্যাপিড ডট ব্লট কিটের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রতিবেদন সম্পর্কে এখনও কিছু জানি না, আমাদের জানানো হয়নি। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলতে পারব। রিপোর্ট পাওয়ার পর তা বিশ্লেষণ করে দেখব, কার্যকর নয় কেন?’
তিনি বলেন, ‘প্রতিবেদন পাওয়ার পর বুঝা যাবে তারা সেটা কোন আঙ্গিকে বলল। সেটা দেখার পর আমরা ব্যবস্থা নেব। দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা তো আমাদের কিটকে চিনি। আমাদের কিটের প্রতি আমাদের আস্থা আছে।’
গণস্বাস্থ্যরে কিট নিয়ে নানা আলোচনা-সমালোচনার এক পর্যায়ে ওষুধ প্রশাসন বিএসএমএমইউতে গণস্বাস্থ্য কেন্দ্রকে তাদের কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমোদন দেয় গত ২৯ এপ্রিল। অনুমোদনের বেশকিছু দিন পর বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু হয়। এর মধ্যে গত ২ জুন যথাযথভাবে লালা সংগ্রহ সম্ভব না হওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের দুটি অংশের- অ্যান্টিবডি ও অ্যান্টিজেন্ট এর মধ্যে অ্যান্টিজেন্টের পরীক্ষা স্থগিত রাখতে বিএসএমএমইউকে চিঠি দেন তারা। তবে লালা সংগ্রহের জন্য নতুন একটি ডিভাইস উদ্ভাবন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। দুই-একদিনের মধ্যে তা বিএসএমএমইউর কাছে জমা দেওয়ার কথা রয়েছে গণস্বাস্থ্যের।
কার্যকারিতা পরীক্ষা শুরুর প্রায় এক মাস পর গণস্বাস্থ্য কেন্দ্রের এন্টিবডি কিটের ফল আজ প্রকাশ করল বিএসএমএমইউ।
এনপি-০১