সিলেট মিরর ডেস্ক
জুন ২১, ২০২০
০৭:০৩ অপরাহ্ন
আপডেট : জুন ২১, ২০২০
০৭:০৩ অপরাহ্ন
উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন আজ রবিবার (২১ জুন )। বছরের দীর্ঘতম এ দিনে ঢাকার আকাশে সূর্য থাকবে মোট ১৩ ঘন্টা ৩৭ মিনিট ১ সেকেন্ড।
পৃথিবীর বিভিন্ন দেশে দিনটি কর্কটক্রান্তি দিবস হিসেবে পালিত হয়। এই দিনে সূর্য তার উত্তরায়নের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে এবং সর্বোচ্চ উত্তরে উদয় হয় ও সর্বোচ্চ উত্তরে অস্ত যায়। পৃথিবীর কর্কটরেখায় সূর্যকে ওই দিন মধ্যাহ্নে আকাশের ঠিক মাঝখানে দেখা যায়।
বাংলাদেশের মধ্যাংশ দিয়ে কর্কটরেখা যাওয়ার ফলে কর্কটক্রান্তি দিবসে বাংলাদেশের প্রায় সবখানেই মধ্যাহ্নে সূর্য থাকবে মধ্যগগণে প্রায় মাথার ওপরে সুবিন্দুতে। ওই সময়ে কর্কটরেখায় কোনো দণ্ড বা লাঠি ভূমির সঙ্গে লম্বভাবে রাখলে তার ছায়া পড়বে না।
ঢাকার আকাশে ২১ জুন বেলা ১২টায় সূর্য মধ্যগগণ থেকে মাত্র ০.৩ কৌণিক ডিগ্রি দূরে থাকবে। তাই ঢাকায়ও ওই সময়ে কোনো লম্ব দণ্ডের ছায়া প্রায় পড়বে না বলা যায়।
এএফ/০৫