দুই চিকিৎসকসহ ওসমানীর ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


জুলাই ০৯, ২০২০
০২:৫৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৯, ২০২০
০৬:১১ অপরাহ্ন



দুই চিকিৎসকসহ ওসমানীর ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত

সিলেটে ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৩ জনে। 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। 

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ১৯ জন, ওসমানীনগর উপজেলার ১ জন, জৈন্তাপুর উপজেলার ১ জন, কানাইঘাট উপজেলার ২ জন ও বিভিন্ন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর দুইজন সদস্যও রয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৫ হাজার ৫৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ৯৫ জন। করোনা আক্রান্ত ২৪১ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সিলেট বিভাগে ২ হাজার ৪৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

এনপি-০২