নীলিমা রুবি
আগস্ট ২১, ২০২০
০১:১৪ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২১, ২০২০
০১:১৭ অপরাহ্ন
দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা নাজুক, এবারের করোনা এসে সবার চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে। বছরের পর বছর ধরে এ খাতে সরকার হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছে কিন্তু সে তুলনায় ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। সেবা নিশ্চিত হয়নি সাধারণ মানুষের। অনিয়ন্ত্রিত লুটপাট, অনিয়ম আর দুর্নীতির কারণে এমনটি হয়েছে। চিকিৎসাসেবায় গোড়ায় গলদের বিষয়টি করোনাকালেই প্রকাশ্যে চলে এসেছে।
এদিকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরেও একই অবস্থা বিরাজ করছে। নন-মেডিক্যাল ব্যক্তিদের এই অধিদপ্তরে বসিয়ে দেওয়া হয়েছে। যার পরিপ্রেক্ষিতে দেশে নার্সিং সেক্টরে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে। অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ উপেক্ষা করে নিয়োগ বিধি পরিবর্তন করেছে। আর তা বাস্তবায়ন করতে যাচ্ছে নার্সিং অধিদপ্তর।
এক শ্রেণির আমলা এমন অবস্থার সৃষ্টি করছে। সরকারের বিরুদ্ধে ডাক্তার-নার্সদের উসকে দিতে চায় তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কঠোরভাবে তা মোকাবিলা করা উচিত।
স্বাস্থ্য খাতে অনেক কমিটি আছে। এসব কমিটিকে সঠিকভাবে দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হোক।
লেখক : নার্সিং প্রথম বর্ষ
এএফ/০৪