সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ০৩, ২০২০
০৯:৪৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ০৩, ২০২০
০৯:৪৬ পূর্বাহ্ন
অবশেষে যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপকে উড়িয়ে দিয়ে পরমাণু চুক্তির বিষয়ে ইরানের পাশেই থাকলো বিশ্বের পরাশক্তিধর দেশগুলো।
ইরান ও স্বাক্ষরকারী দেশগুলো আবারও পরমাণু চুক্তির প্রতি আস্থা প্রকাশ করেছে। ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব করেছিল তা পাশ কাটিয়ে বিরোধিতার প্রশ্নেও ঐক্য অটুট রেখেছে দেশগুলো। ফলে ওয়াশিংটনের প্রবল চাপ সত্ত্বেও ইরান ও আন্তর্জাতিক সমাজের মধ্যে ২০১৫ সালের পরমাণু চুক্তি টিকে রইলো।
যুক্তরাষ্ট্র ছাড়া স্বাক্ষরকারী বাকি দেশ হিসেবে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন পরমাণু চুক্তি চালু রাখতে বদ্ধপরিকর।
মঙ্গলবার ভিয়েনায় এক বৈঠকে সব পক্ষ এমন অঙ্গীকার করেছে। আলোচনার পর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হেলগা স্মিড এক টুইট বার্তায় বলেন, অংশগ্রহণকারী দেশগুলো ইরান চুক্তি বাঁচিয়ে রাখতে ঐক্যবদ্ধ এবং বর্তমান চ্যালেঞ্জ সত্ত্বেও বোঝাপড়া পুরোপুরি কার্যকর করার পথ খুঁজতে বদ্ধপরিকর।
ট্রাম্প প্রশাসন ২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে সেই চুক্তিকেই হাতিয়ার করে ইরানের উপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা কার্যকর করতে জোড় চেষ্টা চালায়। ইরান চুক্তি লঙ্ঘন করছে, এমন যুক্তি দেখিয়ে ৩০ দিনের মধ্যে সে দেশের বিরুদ্ধে ‘স্ন্যাপব্যাক' প্রক্রিয়া চালু করতেও চাইছে ওয়াশিংটন৷
তবে চুক্তির বাকি স্বাক্ষরকারী দেশ মার্কিন প্রশাসনেরেএ যুক্তি মানতে নারাজ। ফলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চলতি মাসেই বিষয়টিকে ঘিরে আবার সংঘাতের আশঙ্কা বাড়ছে৷ প্রায় কোনো দেশই এই প্রশ্নে ট্রাম্প প্রশাসনের সঙ্গে একমত না হওয়ায় সেই উদ্যোগ বিফল হবে তারই পূর্বাভাষ দিয়েছেন আগস্ট মাসে নিরাপত্তা পরিষদের সভাপতি দেশ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ডিয়ান ত্রিয়ানসিয়া জানি৷ চলতি মাসে সভাপতি হিসেবে নাইজারও সে বিষয়ে একমত।
বিএ-০৪