পবিত্র ঈদে মিলাদুন্নবী ৩০ অক্টোবর

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৮, ২০২০
১২:১২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২০
১২:১২ পূর্বাহ্ন



পবিত্র ঈদে মিলাদুন্নবী ৩০ অক্টোবর

বাংলাদেশের আকাশে গতকাল শনিবার পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। রোববার ৩০ দিনে পূর্ণ হবে চলতি সফর মাস।
সোমবার থেকে শুরু হবে রবিউল আউয়াল। এ হিসাবে ১২ রবিউল আউয়াল অর্থাৎ ৩০ অক্টোবর শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে।
শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্ম সচিব ড. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
রবিউল আউয়াল মাসে ১২ তারিখে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছরের জীবনকাল শেষে একই তারিখে ইন্তেকাল করেন রাসূল (সা.)। বিশ্ব মুসলিম উম্মাহ দিনটি তাই একই সঙ্গে আনন্দ ও বেদনার দিন।
যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ দিনটি ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী (সা.) নামে উদযাপিত হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৩০ অক্টোবর সাধারণ ছুটি।
এএন/০১