আইপিএলে সালমার বাজিমাত, অভিষেকেই চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক


নভেম্বর ০৯, ২০২০
০৯:৪৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৯, ২০২০
০৯:৪৬ অপরাহ্ন



আইপিএলে সালমার বাজিমাত, অভিষেকেই চ্যাম্পিয়ন

 

মেয়েদের আইপিএলে অভিষেক আসরেই বাজিমাত করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন। পেয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। তার বোলিং নৈপুেণ্য ফাইনালে ট্রেইলব্লেজার্স হারিয়ে চ্যাম্পিয়ন হয় ট্রেলব্লেজার্স। তিন সিঙ্গেল লিগের টুর্নামেন্টে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পান সালমা। তিন ম্যাচে ফাইনালে তিনটিসহ পান চার উইকেট। এর মধ্যে অভিষেক ম্যাচে মুখোমুখি হন স্বদেশি জাহানারা আলমের ভ্যালোসিটির।  ম্যাচে লজ্জাজনকভাবে হারে জাহানারার দল। প্রথমে ব্যাট করে মাত্র ৪৭ রানে অলআউট হয় মিতালী রাজের নেতৃত্বাধীন ভ্যালোসিটি। যা ৪৭ বলেই টপকে যায় সালমারা। ম্যাচে ২ ওভার বল করে সালমা দিয়েছিলেন মাত্র ৪ রান। তবে কোন উইকেট পাননি।

পরের ম্যাচে সুপারনোভাসের বিপক্ষে ৪ ওভার বল করে ২৫ রানে নেন ১ উইকেট। আর গতকাল শারজায় অনুষ্ঠিত ফাইনালে ১৮ রানে সালমা নেন ৩ উইকেট।

গত আসরে জাহানারা ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি তার। টানা দুই আসর খেলে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি জাহানারা। আর এবার অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হন সালমা খাতুন।

এএন/০২