সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১২, ২০২০
০১:৫৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১২, ২০২০
০১:৫৮ অপরাহ্ন
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্ড ড্রাফটস হয়ে গেল আজ বৃহস্পতিবার। ফিটনেস টেস্টে পাস করা প্রায় সবাই দল পেয়েছে। তবে দলে জায়গা হয়নি বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের অন্যতম নায়ক এনামুল হক জুনিয়র। জায়গা পাননি দুই বর্ষীয়ান ক্রিকেটার আব্দুর রাজ্জাক এবং শাহরিয়ার নাফীস।
অবশ্য বিপিএলে কয়েক মৌসুম ধরেই সুযোগ পান না রাজ্জাক। নাফীসও গত আসরে দল পাননি। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে এনামুল হক জুনিয়র, জুনায়েদ সিদ্দিক, নাঈম ইসলাম ও এক সময় টি-টোয়েন্টি বিশেষজ্ঞ বলে বিবেচিত নাদিফ চৌধুরিও দল পাননি।
এক সময় জাতীয় দলের 'অটো চয়েস' রাজ্জাক বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অন্যতম সেরা পারফর্মার। ২০১৭ সালে সর্বশেষ বিপিএল খেলেছেন। গত বছর প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে ২ ম্যাচে মাত্র ২৯ রানে নিয়েছেন ৩ উইকেট। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার ফিটনেস টেস্টেও পাস করেছিলেন। এই আসরে সুযোগ না পাওয়ায় রাজ্জাকদের মাঠে নামা অনিশ্চিত হয়ে গেল। অপেক্ষায় থাকতে হবে ঘরোয়া ক্রিকেট শুরুর।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিতদের মধ্যে এই আসরে দল পাননি তানবীর হায়দার, মেহেদি মারুফ, মাহমুদুল হাসান, মিজানুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ আল আমিন, সাদমান ইসলাম ও মনির হোসেন। দুই লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও রিশাদ হোসেন দল পেয়েছেন। তবে মিনহাজুল আবেদিন আফ্রিদি ও জুবায়ের হোসেনের প্রতি কোনো দল আগ্রহ দেখায় নি। সোহাগ গাজী, নাসির হোসেন, ইলিয়াস সানিরা ফিটনেস পরীক্ষায় উতরাতে না পারায় ড্রাফটেই জায়গা হয়নি।
এএফ/০২