প্লাটুনের বিপক্ষে ৫ উইকেটের জয় স্ট্রাইকার্সের

ক্রীড়া প্রতিবেদক


ফেব্রুয়ারি ১৯, ২০২১
১১:৩৫ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২১
১১:৫৬ পূর্বাহ্ন



প্লাটুনের বিপক্ষে ৫ উইকেটের জয় স্ট্রাইকার্সের

দু দিনের বিরতি শেষ আবার মাঠে গড়িয়েছে মুজিববর্ষ সিলেট টি-টুয়েন্টি ব্লাস্ট ক্রিকেট টুর্নামেন্ট। আজ শুক্রবার দিনের প্রথম ম্যাচে এমকেবি প্লাটুনকে ৫ উইকেটে হারিয়েছে স্টার প্যাসিফিক স্ট্রাইকার্স।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নামা এমকেবি প্লাটুনকে আঁটোসাঁটো বোলিংয়ে বেধে রাখে। নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট তুলে নেয় স্টার প্যাসিফিক। করতে দেয়নি ১১৮ রানের বেশি। টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক ৩৬ ও ও মঈনুল ২৩ রান করেছেন। মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন স্টার প্যাসিফিকের অর্ক ও ১৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন অধিনায়ক অলক কাপালী। 

মাত্র ১১৯ রানের লক্ষ নিয়ে খেলতে নামা স্টার প্যাসিফিক স্ট্রাইকার্সকে তোফায়েল একাই জয়ের মুখ দেখান। ৪৭ বলে ৫৭ রান করে অপরাজিত থেকে হয়েছেন ম্যাচ সেরা। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নাহিদ করেন ১৫ রান। প্লাটুনের হয়ে রবি দুটি ও কামিল একটি উইকেট নেন।

আরসি-১৭