সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৪, ২০২১
০৯:২২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৪, ২০২১
০৯:২২ পূর্বাহ্ন
ফুটবলের জীবন্ত কিংবদন্তী পেলে করোনার টিকা নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের টিকা নেওয়ার ছবি পোস্ট করে পেলে বিষয়টি নিশ্চিত করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, নীল-সাদা জামা পরে টিকা নিচ্ছেন পেলে। বাঁ-হাতের বুড়ো আঙুল দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘আজকের দিনটা ভুলতে পারব না। টিকা নিলাম।’
ভক্তদের উদ্দেশে পেলে বার্তা দিয়ে লেখেন, ‘এখনো মহামারী দূর হয়নি। যতক্ষণ না সবাই টিকা নিচ্ছেন, ততক্ষণ আমাদের সবার উচিত, শৃঙ্খলার মধ্যে থাকা। দয়া করে সবাই হাত ধোবেন। যতটা সম্ভব বাড়িতে থাকবেন। বাইরে বেরোলে মাস্ক পরতে ভুলবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখুন। আমরা যদি অপরের কথা ভাবি, পরস্পরকে সাহায্য করি, তাহলেই এই পরীক্ষায় পাস করব।’
এএন/০৪