নেপাল-কিরগিজস্তানের সঙ্গে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৭, ২০২১
০৯:৩৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৭, ২০২১
০৯:৩৩ পূর্বাহ্ন



নেপাল-কিরগিজস্তানের সঙ্গে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ


চলতি মাসের শেষদিকে একটি ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। নেপালের আমন্ত্রণে আয়োজিত টুর্নামেন্টের আরেক দল কিরগিজস্তান অলিম্পিক দল।

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)।
আগামী ২২ মার্চ শুরু হয়ে তা চলবে ৩০ মার্চ পর্যন্ত। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। লিগভিত্তিক এই টুর্নামেন্টে প্রতিটি দল একবার করে পরস্পরকে মোকাবিলা করবে। শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল। সবমিলিয়ে চারটি ম্যাচ মাঠে গড়াবে। টুর্নামেন্টের ভেন্যু কাঠমান্ডুর দশরথ স্টেডিয়াম।

এই ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনে নিশ্চিত হচ্ছে যে, চলতি মাসে বাংলাদেশ-আফগানিস্তান লড়াই হচ্ছে না। ফলে আগামী জুন-জুলাইতে একটি নির্দিষ্ট ও নিরপেক্ষ ভেন্যুতে যৌথ বাছাইপর্বের বাকি তিনটি ‘হোম’ ম্যাচ খেলতে হবে জামাল ভূঁইয়া-তপু বর্মণদের। তাই ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা পাওয়া হচ্ছে না তাদের। ওই সময় আফগানদের পাশাপাশি ভারত আর ওমানকেও মোকাবিলা করবে বাংলাদেশ।
এএন/০১