বেনজেমার গোল, ডার্বিতে হার এড়াল রিয়াল

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৯, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৯, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন



বেনজেমার গোল, ডার্বিতে হার এড়াল রিয়াল


স্প্যানিশ লা লিগায় রবিবার রাতে মুখোমুখি হয় অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ, যার শৈল্পিক নাম মাদ্রিদ ডার্বি। তবে এই ডার্বিতে কেউ জিতেনি। করিম বেনজেমার শেষ মুহূর্তের গোলে ১-১ সমতা নিয়েই শেষ হয়েছে ম্যাচ।

ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় শুরু থেকেই আধিপত্য বজায় রাখে দিয়েগো সিমিওনের দল। তবে এরমধ্যেও বেশকিছু গোলের সুযোগ তৈরি রিয়াল। ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা একাই কয়েকটি সুযোগ হাতছাড়া করেন। তবে এর পেছনে অ্যাটলেতিকর গোলরক্ষক ইয়ান ওবলাকের কৃতিত্বও কম নয়।

২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার পয়েন্ট ৫৬। আর সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল।
এএন/০৩