সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৯, ২০২১
০৩:০৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৯, ২০২১
০৩:০৩ পূর্বাহ্ন
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত ছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। তবে এবার ঘরের মাঠে হোঁছট খেল সিটি। তাদের জয়রথ থামিয়ে দিল তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।
রবিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার ডার্বিতে ২-০ গোলে জিতেছে ইউনাইটেড। এ নিয়ে ঘরের বাইরে লিগে টানা ১৪ জয়সহ ২২ ম্যাচে অপরাজিত ইউনাইটেড।
এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো ইউনাইটেড। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৫৪। তিনে নেমে যাওয়া লেস্টার সিটির পয়েন্ট ৫৩। এক ম্যাচ কম খেলা চেলসি ৪৭ পয়েন্ট নিয়ে আছে চারে। ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা।
এএন/০৫