পদ ছাড়ছেন লো, নতুন কোচের সন্ধানে জার্মানি

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১০, ২০২১
০৯:০২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১০, ২০২১
০৯:০২ পূর্বাহ্ন



পদ ছাড়ছেন লো, নতুন কোচের সন্ধানে জার্মানি


জার্মানির জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব ছাড়লেন জোয়াকিম লো। চলতি বছর ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত টনি ক্রুস-টমাস মুলারদের কোচের দায়িত্বে থাকবেন তিনি। জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশন তাদের নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

জোয়াকিম লো ২০১৪ সালে অনুষ্ঠিত ব্রাজিল বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করেন। ফাইনালে মেসিদের হারিয়ে শিরোপা উৎসব করে তার দল। কিন্তু ২০১৮ বিশ্বকাপে রাশিয়ায় মোটেও ভালো করতে পারেননি তিনি। গ্রুপ পর্বেই বিদায় নিতে হয় চ্যাম্পিয়ন জার্মানির।

এরপরও দলটির কোচের দায়িত্ব চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় লোকে। চুক্তি নবায়ন করা হয় ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু উয়েফা নেশনস কাপ ও প্রীতি ম্যাচে ভালো করতে পারেনি তার দল। সর্বশেষ নভেম্বরে স্পেনের বিপক্ষে ম্যাচে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে জার্মানি। লোকে তাই দায়িত্ব ছাড়তেই হচ্ছে।

তিনি জার্মানির কোচ হিসেবে ১৬ বছর দায়িত্ব পালন করেছেন। ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পূর্ণ করলে যা ১৭ বছরে দাঁড়াবে। তার দায়িত্ব ছাড়ার বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, জোয়াকিম লো জার্মানির কোচের পদ থেকে ২০২১ ইউরো চ্যাম্পিয়নশিপের পরে সরে দাঁড়াবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতীয় দলের কোচ হিসেবে ২০২২ সাল পর্যন্ত লোর চুক্তি থাকলেও চলতি বছরের ইউরো চ্যাম্পিয়নশিপের পরই দায়িত্ব ছাড়তে চেয়েছেন তিনি। তার প্রস্তাব গ্রহণ করেছে জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশন।
লোর উত্তরসূরী হিসেবে জার্মানির অনূর্ধ্ব-১৯ দলের কোচ স্টিফেন কুনটেজের নাম শোনা যাচ্ছে। আলোচনায় আছেন লিভারপুল কোচ জার্গেন ক্লপও। এছাড়া আরবি লাইপজিগ কোচ নিগেলসম্যান এবং বায়ার্ন মিউনিখ কোচ হানসি ফ্লিকের নামও শোনা যাচ্ছে।  
এএন/০৩