অসাধ্য সাধনের লক্ষ্যে আজ মাঠে নামবে মেসিরা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১০, ২০২১
০৮:১২ অপরাহ্ন


আপডেট : মার্চ ১০, ২০২১
০৮:১২ অপরাহ্ন



অসাধ্য সাধনের লক্ষ্যে আজ মাঠে নামবে মেসিরা

 

অসাধ্য সাধনের লক্ষ্যে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে আজ মাঠে নামবে মেসির বার্সেলোনা। প্রথম পর্বে ৪-১ গোলে হেরে যাওয়ায় টিকে থাকতে চাইলে কাতালানদের জিততে হবে কমপক্ষে ৪-০ গোলের ব্যবধানে। কঠিন এই মিশনে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত মেসিরা। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবে দল আশা কোচ রোনাল্ড কোম্যানের। অন্যদিকে নেইমার না থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী পিএসজি কোচ মৌরিসিও পচেত্তিনো। পার্ক দে প্রিন্সেসে ম্যাচটি শুরু হবে আজ রাত ২টায়।

১৫ ফেব্রুয়ারি ২০১৭। পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ ষোলোর মঞ্চে নেমেছিল বার্সেলোনা-পিএসজি। ডি মারিয়া, কাভানি, ড্র্যাক্সলারদের তাণ্ডবে বিধ্বস্ত  হয়েছিল কাতালানরা। তবে ফিরতি পর্বে ন্যু ক্যাম্পে অসাধ্য সাধন করেছিল বার্সা। ৬-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল মেসিরা। ভাগ্যের কি নির্মম পরিহাস! চ্যাম্পিয়ন্স লিগে আবারো এমন ক্ষণের সামনে দাঁড়িয়ে কাতালানরা। এবারো মঞ্চ শীর্ষ ১৬। তবে ভেন্যু আলাদা। 

প্রথম পর্বে ন্যু ক্যাম্পে ৪-১ গোলে হেরে ছিটকে পড়ার শঙ্কায় বার্সেলোনা। এবার ফিরতি পর্বে কাতালানদের ইতিহাস গড়তে চাইলে করতে হবে পার্ক দে প্রিন্সেসে। কাজটা যে পাহাড় সমান কঠিন তা বার্সার ছোট্ট একজন সমর্থকও বোঝেন। কারণ চ্যাম্পিয়ন্স লিগে দুই পর্বের খেলায় নিজেদের মাঠে তিন গোলের ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তাই টিকে থাকতে চাইলে ইতিহাস রচনা করতে হবে মেসিদের। কোয়ার্টার ফাইনাল খেলতে হলে জিততে হবে ৪-০ গোলে।

কাতালানদের অনুপ্রেরণা জোগাতে অনুশীলনে ছুটেন নবনির্বাচিত সভাপতি হোয়ান লাপোর্তে। মেসিদের কানে জপে দিয়েছেন জেগে ওঠার মন্ত্র। এখন দেখার পালা কতটুকু কাজ করে সে মন্ত্র।

এএন/০৭