সিলেট মিরর ডেস্ক
মার্চ ১১, ২০২১
১১:০৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১১, ২০২১
১১:০৮ পূর্বাহ্ন
ফিরতে ম্যাচেও লাইপজিগকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ ব্যবধানে জিতেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।
একটি করে গোল করেন ইয়ুর্গেন ক্লপের দলের আক্রমণভাগের দুই তারকা মোহামেদ সালাহ ও সাদিও মানে। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে এগিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিল লিভারপুল। প্রথম লেগেও একটি করে গোল করেছিলেন সালাহ ও মানে।
ম্যাচটি হওয়ার কথা ছিল লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতিতে ভ্রমণের ওপর আরোপিত বিধিনিষেধের কারণে বুদাপেস্টে সরিয়ে নেওয়া হয়। একই কারণে প্রথম লেগের ম্যাচও হয়েছিল এই মাঠে।
এএন/০১