শেষ আটে পিএসজি, বার্সেলোনার বিদায়

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১১, ২০২১
১১:২১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১১, ২০২১
১১:২১ পূর্বাহ্ন



শেষ আটে পিএসজি, বার্সেলোনার বিদায়

 

বার্সেলোনাকে বিতায় করে কোয়ার্টার-ফাইনালে উঠেছে পিএসজি। প্যারিসে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথম লেগে ৪-১ গোলে জয়ী পিএসজি দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে এগিয়ে পা রাখল পরের ধাপে।

দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৫-১, সব আশা শেষ বার্সেলোনার? অনেকের মনে যখন এমন প্রশ্ন উঁকি দিচ্ছে, তখনই মেসির দুর্দান্ত গোল। ৩৭ মিনিটে পেদ্রির ছোট পাসে ফাঁকা জায়গা পেয়ে শট নেন বার্সেলোনা অধিনায়ক। বুলেট গতিতে বল খুঁজে নেয় ঠিকানা।

শেষ দিকের খেলা আরও ঝিমিয়ে পড়ে। কারো মধ্যেই দেখা যায়নি গোল করার তাড়া। ড্র ম্যাচে জয়ের আনন্দে মাঠ ছাড়ে প্রতিযোগিতার গতবারের রানার্সআপ পিএসজি। 

এএন/২