সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৫, ২০২১
০৮:৪০ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৫, ২০২১
০৮:৪১ অপরাহ্ন
২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বে পর্তুগালের শুরুটা হয়েছে কাঙ্ক্ষিত। তবে ইউক্রেনকে চেপে ধরেও প্রত্যাশিত তিন পয়েন্ট পাওয়া হয়নি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের। আর নেদারল্যান্ডস তুরস্কের কাছে হেরেছে বাজেভাবে।
বুধবার রাতে জুভেন্টাস স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে দুর্বল আজারবাইজানকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। একপেশে লড়াইয়ে আজারবাইজানের গোলমুখে ২৯টি শট নেয় পর্তুগিজরা। যার মধ্যে লক্ষ্যে ছিল ১৪টি। বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের জয়সূচক গোলটি আসে ৩৭তম মিনিটে আত্মঘাতী।
ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে হোঁচট খেয়েছে ফ্রান্স। ‘ডি’ গ্রুপের ম্যাচে তাদেরকে ১-১ গোলে রুখে দিয়েছে ইউক্রেন। পুরো ম্যাচে বল দখলে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে থাকলেও হতাশায় মাঠ ছাড়তে হয় ফ্রান্সকে।
‘জি’ গ্রুপে তুরস্কের মাঠে ৪-২ গোলে হেরেছে নেদারল্যান্ডস। স্বাগতিকদের হয়ে হ্যাটট্রিক করেন অভিজ্ঞ স্ট্রাইকার বুরাক ইলমাজ। অন্য গোলটি আসে হাকান চালহানোগলুর পা থেকে। অতিথিদের দুই গোলদাতা ডেভি ক্লাসেন ও লুক ডি ইয়ং।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়ামও শুভ সূচনা করেছে বাছাইপর্বে। পিছিয়ে পড়েও ‘ই’ গ্রুপে ওয়েলসকে তারা হারিয়েছে ৩-১ গোলে। দশম মিনিটে সফরকারীদের এগিয়ে নেন হ্যারি উইলসন। ২২তম মিনিটে গোল শোধ করেন কেভিন ডি ব্রুইন। ছয় মিনিট পর স্বাগতিকরা লিড পায় থরগান হ্যাজার্ডের লক্ষ্যভেদে। বিরতির পর ৭৩তম মিনিটে স্পট-কিক থেকে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন রোমেলু লুকাকু।
এএন/০৩